ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের কাছে শিক্ষার্থীদের অবস্থান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের কাছে শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা: রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় মেট্রোরেল স্টেশনের কাছে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীরা।  

রোববার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে ওই এলাকায় তাদের অবস্থান নিতে দেখা যায়।

এ সময় এক দফা এক দাবিতে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনকারীদের পক্ষ থেকে রাস্তায় বাঁশ ফেলে ব্যারিকেড তৈরি করে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আন্দোলনকারীরা রাস্তায় বিভিন্ন ধরনের ইটপাটকেল কংক্রিট দিয়ে রাস্তা ব্লক করে দেওয়া।

এর আগে, শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।