ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ, নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ, নিহত ৪

লক্ষ্মীপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে লক্ষ্মীপুরে চারজন নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন প্রায় শতাধিক।



রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১ থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এরা হলো সাব্বির, মিরাজ ও কাওসার। এছাড়া আফনান পাটওয়ারী নামে আন্দোলনকারী এক ছাত্র আহত হলে তাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশির ভাগ গুলিবিদ্ধ।  

এদিকে সংঘর্ষে গুলিবিদ্ধ অনেককেই জেলার বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।  

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বাংলানিউজ জানান, তিনজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া হাসপাতালে ৫৩ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে বেশির ভাগই গুলিবিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।