ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে মন্ত্রীদের রুম ফাঁকা, সরানো হয়েছে নেমপ্লেট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
সচিবালয়ে মন্ত্রীদের রুম ফাঁকা, সরানো হয়েছে নেমপ্লেট

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে মন্ত্রীদের রুমগুলো সব ফাঁকা পড়ে আছে। সেখান থেকে সরানো হয়েছে সামনের নেইম-প্লেটগুলো।

মঙ্গলবার (০৬ আগস্ট) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, গত রোববারও মন্ত্রীদের রুমগুলো ছিল কর্মকর্তা-কর্মচারী, নেতা-কর্মীদের পদচারণা ও জাঁকজমকপূর্ণ। আজ রুমগুলো ফাঁকা পড়ে আছে। রুমের সামনে থেকে সরানো হয়েছে নেইম-প্লেটগুলো।

সকাল থেকেই কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক ছিল। কাজ না থাকায় তারা আজ গত কয়েকদিন ঘটে যাওয়া ঘটনা নিয়ে বিশ্লেষণ করছেন।

তবে আজকে সচিবালয়ের নিরাপত্তায় ছিল সেনাবাহিনীর সদস্যরা। প্রবেশের পাঁচটি গেইটের মধ্যে তিনটি গেইট বন্ধ রাখা হয়েছে। প্রবেশপথে আজকে কোনো পোশাকধারী পুলিশ দেখা যায়নি। তবে সিভিলবেশে কিছু পুলিশ দেখা গেছে।

সচিবালয়ে দর্শনার্থীদের উপস্থিতি দেখা যায়নি। এ জন্য এক ও দুই নম্বর গেটের মাঝামাঝি দর্শনার্থী অপেক্ষা কক্ষ দর্শনার্থী শূন্য দেখা গেছে। সচিবালয়ের লিফটগুলোর সামনেও ভিড় দেখা যায়নি। তবে সচিবালয়ে গাড়ির সংখ্যা সকালে তুলনামূলক কম দেখা গেছে।

এদিন সকাল ১১টা পর্যন্ত সচিবালে কেবিনেট, জনপ্রশাসন, যুব ও ক্রীড়ামন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, খাদ্য, বাণিজ্য, স্থানীয় সরকার, জনপ্রশাসন, সড়ক পরিবহন, শ্রম ও কর্মসংস্থান, জননিরাপত্তা বিভাগের সচিবরা প্রবেশ করেননি। এছাড়া ডাক-টেলি যোগাযোগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, যুব ও ক্রিয়া, সচিব এসেছেন।

এ বিষয়ে সচিবালয়ে বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী বাংলানিউজকে জানান, আজকে অফিসে এলাম, দেখি কি হয়। আশা করি সব কিছু স্বাভাবিক থাকবে। আমরা সরকারি কর্মকর্তা-কর্মচারী। যে সরকারই আসুক না কেন আমাদের কাজ করতে হবে। আমরা সরকারের পক্ষে নয়, রাষ্ট্রের জন্য কাজ করি। তাই ক্ষমতার রদ বদল হলেও আমাদের কিছু যায় আসে না। তবে গতকাল একটি সরকারের পতন হয়েছে, এখন নতুন করে কোনো মতাদর্শী সরকার আসবে, তাদের ভাবাদর্শ কি হবে, দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার ব্যবস্থা কি হবে সে সব বিষয় নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় আছেন কর্মকর্তা-কর্মচারীরা।

এরপর দুপুর পৌনে ১২টায় হঠাৎ বের হয়ে যেতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। ১টার দিকে ফাঁকা হয়ে গেছে সচিবালয়। সচিবালয় থেকে সব কর্মকর্তা-কর্মচারীকে বের হয়ে যেতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই সবাই হুড়াহুড়ি করে বের হতে শুরু করেন তারা। সচিবালয়ে হামলা হবে এমন খবরে সবাই বের হয়ে যান। এটা গুজব নাকি সত্য, তা এখন পর্যন্ত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
এমআইএইচ/জিসিজি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।