ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ, সহিংসতা নিয়ে উদ্বিগ্ন ভারত: জয়শঙ্কর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ, সহিংসতা নিয়ে উদ্বিগ্ন ভারত: জয়শঙ্কর এস জয়শঙ্কর

ঢাকা: বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছে ভারত। মঙ্গলবার (৬ আগস্ট) ভারতের সংসদে দেওয়া এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

ভারতের রাজ্যসভা ও লোকসভায় বিবৃতি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, আমরা মনে করি, নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন। খুব কম সময়ের নোটিশে তিনি সেই মুহূর্তে ভারতে আসার অনুমোদন দেওয়ার অনুরোধ করেন। তার বিমান ভারতে আসার অনুমোদন চাওয়া হয়। সোমবার সন্ধ্যায় তিনি দিল্লিতে এসে পৌঁছান।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। সাম্প্রতিক সহিংসতা নিয়ে আমরা উদ্বিগ্ন। ২০২৪ সালের জানুয়ারিতে নির্বাচনের পর সেখানে প্রবল উত্তেজনা, গভীর বিভাজন ও মেরুকরণ হয়। জুলাইয়ে ছাত্র আন্দোলনের পর পরিস্থিতি আরও গম্ভীর হয়ে ওঠে।

তিনি বলেন, সেখানে সহিংসতা বাড়ে। ভবন ও পরিকাঠামোর ওপর আক্রমণ হয়। রেল ও ট্রাফিক বিঘ্নিত হয়। বিক্ষোভ চলে। আমরা এ সময় বারবার সবাইকে সংযত হতে বলি এবং জানাই যে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে।

জয়শঙ্কর বলেন, আমরা যে রাজনৈতিক শক্তিগুলির সঙ্গে সম্পর্কে ছিলাম, সবাইকে একই কথা বলি। সুপ্রিম কোর্টের রায়ের পরও মানুষের ক্ষোভ কমেনি। বিক্ষোভ চলতে থাকে। এ সময় একটা দাবিতেই আন্দোলন হয়, হাসিনাকে পদত্যাগ করতে হবে। ৪ আগস্ট পুলিশ আক্রান্ত হয়, সহিংসতা বাড়ে। সংখ্যালঘুদের ব্যবসা ও মন্দিরসহ অনেক জায়গায় আক্রমণ করা হয়।

তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতির এখনো পরিবর্তন হচ্ছে। সেনাপ্রধান ভাষণ দিয়ে বলেছেন, তিনি দায়িত্ব নিচ্ছেন। সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছি। মোট ১৯ হাজার ভারতীয় আছেন। তার মধ্যে নয় হাজার পড়ুয়া। প্রচুর ভারতীয় ছাত্রছাত্রী গতমাসে দেশে ফিরে এসেছেন।

জয়শঙ্কর বলেন, ঢাকা ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে উপ-দূতাবাস আছে। আমরা আশা করি, বাংলাদেশ সরকার সেখানে নিরাপত্তার ব্যবস্থা করবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তা স্বাভাবিকভাবে কাজ করা শুরু করবে।

তিনি বলেন, সংখ্যালঘুরা কেমন আছেন, তার দিকেও নজর রেখেছি। বিভিন্ন গোষ্ঠী ও সংগঠন তাদের নিরাপত্তার জন্য সচেষ্ট। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তরক্ষীদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে আমরা গত ২৪ ঘণ্টা ধরে যোগাযোগ রেখেছি। আমরা সংসদের সমর্থন চাইছি। এ ধরনের গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি সম্পর্কিত বিষয়ে সবসময়ই মতৈক্য হয়েছে।

ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
টিআর/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।