ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
চুয়াডাঙ্গায় কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা গোলাম ফারুক জোয়ার্দ্দার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার মোমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেলে নীলমণিগঞ্জ বাজারে প্রকাশ্যে এ হত্যার ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে নীলমণিগঞ্জ বাজার থেকে ফল কিনে সরিষাডাঙ্গার নিজ বাড়িতে ফিরছিলেন সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। এসময় নীলমণিগঞ্জ মসজিদের সামনে অস্ত্র নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা, কপাল, ঘাড় ও কোমরে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা জানান, খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করা হবে।

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।