ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে রাজনৈতিক নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
সিরাজগঞ্জে রাজনৈতিক নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়

সিরাজগঞ্জ: সাম্প্রতিক সময়ের সহিংসতা, চুরি, ছিনতাই, লুটপাট, চাঁদাবাজি প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিরাজগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সিরাজগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মীর মো. মাহবুবুর রহমান, সিরাজগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল-আমিন, সহকারী কমান্ডার মেজর নাইম রেজওয়ান, পুলিশ সুপার (এসপি) মো. হাসিবুল আলম।

 

রাজনৈতিক নেতাদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ন ইসলাম খান সদস্য অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা জামায়াতের আমির শাহিনুর আলম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতী মহিবুল্লাহ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহজাহান আলী, জেলা বাসদের আহ্বায়ক নব কুমার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নূরুল আমিন বক্তব্য রাখেন।  

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বাংলাদেশ সেনাবাহিনীসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলিতভাবে সব ধরনের নৈরাজ্য প্রতিরোধসহ শান্তি স্থাপনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সবাইকে এসব প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।  

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), সিপিবি, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।