ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে নিহত এক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে নিহত এক  প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুরে ছিনতাইয়ের অভিযোগে রায়হান আলী নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।  

রায়হান শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর ভাণ্ডার গ্রামের মৃত রাজিবুল হকের ছেলে।

দুর্লভপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য মো. শাহজালাল আলী জানান, সম্প্রতি তাদের এলাকা থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে আসেন রায়হান আলী। বিষয়টি জানাজানির পর স্থানীয়রা শুক্রবার গভীর রাতে একত্রিত হয়ে রায়হানের বাড়িতে যান। বিষয়টি রায়হান টের পেয়ে ওই মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে তাকে আটকের পর গণপিটুনি এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়। পরে গ্রাম পুলিশের সহায়তায় মরদেহ শনিবার সকালে শিবগঞ্জ থানায় পৌঁছে দেওয়া হয়।

তবে স্থানীয় অন্য একটি সূত্র জানায় শত্রুতার জেরে রায়হানকে ফাঁসিয়ে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল দেব জানান, ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে একজন নিহত হয়েছে এবং তার মরদেহ গ্রাম পুলিশ শিবগঞ্জ থানায় পৌঁছে দিয়ে গেছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।