মাগুরা: শেখ হাসিনার সরকারের পতনের পর বন্ধ হয়ে যায় সারা দেশের থানা পুলিশের কার্যক্রম। অনেকটা আতঙ্কে দিন কাটে পুলিশ সদস্যদের।
শনিবার (১০ আগস্ট) দুপুরে মাগুরা সদর থানা চত্বরের সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় থানা পুলিশ কার্যক্রম সীমিত পরিসরে শুরু করে।
লেফটেন্যান্ট কর্নেল রকি বলেন, মাগুরা জেলা যে সব থানা রয়েছে সেগুলো রুটিন অনুযায়ী কাজ শুরু করবে। পাশাপাশি দেশের মানুষের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা ও আস্থা ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী যৌথভাবে কাজ করবে।
জেলা পুলিশ সুপার মোশিউদৌল্লা রেজা বলেন, মাগুরা চারটি থানায় কোনো ফাড়িতে আক্রমণ হয়নি। কোনো পুলিশ সদস্য হতাহত হয়নি। সহিংসতার ঘটনায় মাগুরা ভায়না মোড়ে ২০ জন পুলিশ সদস্য আটকা পড়েছিল। সেখানে মাগুরার সব শ্রেণি পেশার মানুষ সাংবাদিকসহ পুলিশ সদস্যদের বাঁচাতে আহত হয়েছে। ২০ জন পুলিশ সদস্যের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য মাগুরাবাসীর কাছে কৃতজ্ঞ থাকবো। থানা ফাড়ি আক্রান্ত হয়নি কারণ পুলিশের প্রতি মানুষের আস্থা রয়েছে। আমরা নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, চারটি থানায় কার্যক্রম চলছে। আমাদের ১১ দফা দাবি আদায়ের কাজ চলছে। জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্টা করছি। আমি আশা করছি দুপুরের পর থেকে আমাদের সব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেবেন।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এসএম