সাভার (ঢাকা): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনার পর থেকেই সরকারি ভবনে হামলার পাশাপাশি দেশের বিভিন্ন থানা জ্বলিয়ে দেওয়া হয়। আশুলিয়া থানাতেও হামলা করে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
শনিবার (১০ই আগস্ট) বিকেল ৪ টার দিকে আশুলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যরা কার্যক্রম শুরু করেন।
এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত পুলিশ সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান। এর আগে সকাল থেকে থানা প্রাঙ্গণ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয়রা।
এসময় শিক্ষার্থীরা জানান, তারা পুলিশের সহযোগী স্বেচ্ছাসেবক হয়ে কাজ করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্বাভাবিক রাখতে সবসময় পুলিশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে কোন ধরনের ঘুষ, চাঁদাবাজি করতে দেওয়া হবে না। ছাত্র-জনতা সব ধরনের অসংগতি রুখে দেবে।
এসময় আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ বাংলানিউজকে বলেন, আমরা সবসময় জনগণের নিরাপত্তা দিয়েছি। আমরা ছাত্র ও জনগণের সহযোগিতায় আবারও থানার কার্যক্রম শুরু করেছি। আমরা ছাত্র ও জনগণের সহযোগিতা চাই। তাদের সহযোগিতায় দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনব।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৪
এসএএইচ