ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অক্টোবরের মধ্যে দুটি ঘূর্ণিঝড় হতে পারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
অক্টোবরের মধ্যে দুটি ঘূর্ণিঝড় হতে পারে

ঢাকা: অক্টোবরের মধ্যে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে দুটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

দীর্ঘমেয়াদি এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস রয়েছে। এ সময় বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক-দুটি মৌসুমি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এ ছাড়া এই তিন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে। এ সময়ে দেশে ১০-১৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।

অন্যদিকে তিন-পাঁচটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

দীর্ঘমেয়াদি এ পূর্বাভাস ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।