ঢাকা, শনিবার, ২ ভাদ্র ১৪৩১, ১৭ আগস্ট ২০২৪, ১১ সফর ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে দিনেদুপুরে দুই দোকানের তালা কেটে টাকা চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
পলাশবাড়ীতে দিনেদুপুরে দুই দোকানের তালা কেটে টাকা চুরি

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে দিনেদুপুরে দোকানের তালা কেটে দুটি দোকান থেকে ১ লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এর মধ্যে চাল দোকানি আরিফ মিয়ার ৫০ হাজার ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী পারভেজ মিয়ার ৯০ হাজার টাকা খোয়া গেছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে পৌর শহরের কালিবাড়ী বাজারস্থ কালিবাড়ী-তিনমাথা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের জন্য সড়কটির দুপাশের অধিকাংশ দোকান বন্ধ ছিল। এ সুযোগে মোটরসাইকেল আরোহী তিন যুবক সেখানে আসেন। তাদের একজন মোটরসাইল স্টার্ট রেখে সড়কের পাশে দাঁড়িয়ে থাকেন। অপর দুই যুবক দুপুর সোয়া ১টার দিকে শক্তিশালী কাচি দিয়ে আরিফের চালের দোকানের তালা কেটে ফেলেন। এরপর দোকানের ক্যাশে থাকা ৫০ হাজার টাকা নিয়ে বেরিয়ে আসেন।  

এরপর পাশের পারভেজের ফ্লেক্সিলোড ও গ্যাসের চুলা-সিলিন্ডারের দোকানের তালা একই কায়দায় কেটে ৯০ হাজার টাকা লুট করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

নামাজ শেষে সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ তারা দুর্বৃত্তদের দেখলেও তাৎক্ষণিক চিনতে পারেননি বলে জানান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমারুজ্জামান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সেখানে থাকা সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ১৭ ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।