মাদারীপুর: মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে মারা যাওয়া শহীদ রোমান বেপারীর নামে একটি সড়কের নামকরণ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার খাগদী এলাকায় সড়কের নামকরণের উদ্বোধন করে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে গিয়ে গত ১৯ জুলাই মাদারীপুরে গুলিতে মারা যায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সিরাজ বেপারীর ছেলে রোমান ব্যাপারী (২৮)।
শনিবার দুপুরে খাগদী বাসস্ট্যান্ড ভদ্রখোলা পর্যন্ত সড়কের নামকরণ করা হয় শহীদ রোমান ব্যাপারী সড়ক। পরে এর উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোখলেসুর রহমান, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আবুল বাশার, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রহমান, গুলিতে নিহত শহীদ রোমান বেপারীর বাবা, একমাত্র মেয়ে ও স্ত্রীসহ এলাকার সাধারণ মানুষ।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
আরএ