ঢাকা, শনিবার, ২ ভাদ্র ১৪৩১, ১৭ আগস্ট ২০২৪, ১১ সফর ১৪৪৬

জাতীয়

চুক্তিতে সচিব হলেন অবসরপ্রাপ্ত ৫ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
চুক্তিতে সচিব হলেন অবসরপ্রাপ্ত ৫ কর্মকর্তা

ঢাকা: অবসরপ্রাপ্ত ৫ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে চুক্তিতে সচিব নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের এ নিয়োগ দেওয়া হয়।

চুক্তিতে সচিব পদে নিয়োগ পাওয়ারা হলেন- ড. শেখ আব্দুর রশিদ, মো. এহছানুল হক, ড. মোহাম্মদ আব্দুল মোমেন, নাসিমুল গনি ও এম এ আকমল হোসেন আজাদ।

অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশিদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে; মো. এহছানুল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে; ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে জননিরাপত্তা বিভাগে; নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে ও এম এ আকমল হোসেন আজাদকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী পাঁচ অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাবিত মেয়াদ হবে যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।