খাগড়াছড়ি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেকগামী এক নারী পর্যটককে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোনের সদস্যরা তাকে উদ্ধার করে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা থেকে সাজেক যাওয়ার পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় অপহরণের মুখে পড়ে গাড়ো সম্প্রদায়ের মার্লিনা রেমা (২৭) নামে এক নারী।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার ময়মনসিংহের মুসলিম সম্প্রদায়ের সাতজন বন্ধুর সঙ্গে সাজেক ঘুরতে আসেন গারো সম্প্রদায়ের এ নারী। এ সময় তাকে অপহরণের চেষ্টা করা হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণকালে বাংলাদেশ সেনাবাহিনী তাকে উদ্ধার সাজেক থানায় হস্তান্তর করে। পরে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, মার্লিনা রেমা ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার মৃত জনি চিরানের মেয়ে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৪
এডি/আরবি