ঢাকা, সোমবার, ৪ ভাদ্র ১৪৩১, ১৯ আগস্ট ২০২৪, ১৩ সফর ১৪৪৬

জাতীয়

আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পদত্যাগ

ঢাকা: সরকার পরিবর্তনের পর প্রশাসনের রদবদলের মধ্যে পদত্যাগ করলেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. আজিজুর রহমানও। সোমবার (১৯ আগস্ট) তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এতে উল্লেখ করা হয়েছে, তিনি চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তিপত্রের অনুচ্ছেদ ০৭ (সাত) অনুযায়ী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) পদ থেকে ১৯ আগস্ট অপরাহ্নে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।  

মো. আজিজুর রহমান ২০২১ সালের ১ নভেম্বর পরিচালক (চলতি দায়িত্ব) নিয়োগ পান। এর আগে তিনি আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৪
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।