ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন 

দিনাজপুর: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, গণমাধ্যম জনমানুষের আয়না স্বরূপ। স্বাধীন গণমাধ্যম অবশ্যই দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের সুফল একদল কুচক্রী মহল নষ্ট করতে চায়। ছাত্রদের নাম ভাঙিয়ে তারা চাঁদাবাজি, গণমাধ্যমসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে। সাংবাদিক ও তাদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের কাছে আহ্বানও জানান বক্তারা।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুরের প্রতিনিধিরা। তারা বলেন, ছাত্ররা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরাতে কাজ করছে। একদল কুচক্রী মহল চায় না ছাত্র শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত সুফল অক্ষুণ্ন থাকুক। যারা এ ধরনের হামলা চালাচ্ছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। গণমাধ্যমকর্মীরা আমাদের সবসময় পাশে ছিল। এ ধরনের হামলা কোনো ভাবেই আন্দোলনকারী ছাত্ররা প্রশ্রয় দেবে না।  

মানববন্ধনে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বাংলাদেশ প্রতিদিনের দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম, নিউজটোয়েন্টিফোরের প্রতিনিধি ফখরুল হাসান পলাশ, কালের কণ্ঠের প্রতিনিধি এমদাদুল হক মিলনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।