ঢাকা, বুধবার, ৬ ভাদ্র ১৪৩১, ২১ আগস্ট ২০২৪, ১৫ সফর ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে ভবনের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়াদের উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
ধানমন্ডিতে ভবনের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়াদের উদ্ধার

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় ভবনে আটকে পড়া তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার (২১ আগস্ট) ১১টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

শাহজাহান সিকদার জানান, ধানমন্ডি পাঁচ নম্বরে ১২তলা ভবনের আটতলায় আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে ছয়টি ইউনিট পাঠানো হয়। একঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।  

এ সময় ঘটনাস্থলে আগুনে আটকে পড়া আহত তিনজনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

আগুন লাগার কারণ তদন্তের সাপেক্ষে জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এজেডএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।