ঢাকা, বুধবার, ৬ ভাদ্র ১৪৩১, ২১ আগস্ট ২০২৪, ১৫ সফর ১৪৪৬

জাতীয়

পাহাড়ি ঢলে প্লাবিত আখাউড়া ইমিগ্রেশন, বন্ধ যাত্রী পারাপার-রপ্তানি কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
পাহাড়ি ঢলে প্লাবিত আখাউড়া ইমিগ্রেশন, বন্ধ যাত্রী পারাপার-রপ্তানি কার্যক্রম

ব্রাহ্মণবাড়িয়া: ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পানিতে প্লাবিত হয়ে গেছে। এতে বন্ধ রয়েছে যাত্রী পারাপার।

স্থলবন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুপুর থেকে যাত্রী পারাপার সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম জানান, সকাল থেকে পানি ঢুকতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ব্যাপক আকার ধারণ করে। পানির তোড়ে ইমিগ্রেশন ভবনের ভেতর পর্যন্ত পানি ঢুকে যায়। মূল ভবনের ভেতরে প্রায় হাঁটু পানি প্রবেশ করেছে। ইলেকট্রিক সার্কিটের ভেতরও পানি ঢুকেছে। এ অবস্থায় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আপাতত ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে সড়ক ডুবে যাওয়ার পাশাপাশি ও অস্থায়ী ব্রেইলি সেতু ভেঙে যাওয়ায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরের কর্মকর্তা জানান, পানি নেমে গেলে ও পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।