নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে আবুল হোসেন মিজি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৮০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) নিহত আবুল হোসেন মিজির মা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মামলার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এমআরপি/এমজেএফ