ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নন-ক্যাডারে ৩৭০ পদ সংরক্ষণ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
নন-ক্যাডারে ৩৭০ পদ সংরক্ষণ

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির পদ সংরক্ষণের দাবির পরিপ্রেক্ষিতে সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার পদ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগকে চিঠি পাঠানো হয়েছে।

 

এতে বলা হয়, সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার যুগ্মসচিব-৩১টি, উপসচিব-৫৯টি, সিনিয়র সহকারী সচিব-৫৬টি ও সহকারী সচিব-২২৪টি পদ অর্থাৎ প্রতিটি পদের এক তৃতীয়াংশ পদ সংরক্ষণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবেদন করেছেন।

ওপরে ওই দাবি নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদনের অনুলিপি এতৎসঙ্গে নির্দেশক্রমে পাঠানো হলো।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২১,২০২৪
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।