ঢাকা: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৮ জনের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২১ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও যাদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন-স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি মোদাচ্ছের, মন্ত্রীর সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুন অর রশীদ, পুলিশের সাবেক ডিআইজি মোল্ল্যা নজরুল, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব মনির হোসেন ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৪
এসএমএকে/জেএইচ