ঢাকা: রাজধানীর মগবাজার ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৪৫) এক নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন হোসেন জানান, বুধবার রাতে খবর পেয়ে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। তার পরনের পোশাক দেখে বোঝা যাচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির। তবু তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
এজেডএস/আরবি