কুষ্টিয়া: গত ৫ আগস্ট কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া ৩১টি আগ্নেয়াস্ত্র এবং হাজার খানেক গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ সম্মেলন করে জানান দায়িত্বরত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন লামইয়ানুল ইসলাম।
তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে অস্ত্র উদ্ধার কার্যক্রম চলবে।
এসময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম জুবায়ের হোসেন, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরীসহ অন্যান্য পুলিশ ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৪
এসআই