ঢাকা, শনিবার, ৯ ভাদ্র ১৪৩১, ২৪ আগস্ট ২০২৪, ১৮ সফর ১৪৪৬

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরও এক যুবকের মৃত্যু

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হাসান (৩০) নামে আরও এ যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

শনিবার (২৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

এর আগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাসানের বাবা কবির হোসেন জানান, তাদের বাড়ি ভোলার লালমোহন উপজেলার রায়চাঁদ গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ভাড়া থাকেন। হাসানের ঘরে স্ত্রী মালা ও দুই ছেলে রয়েছে। হাসান যাত্রাবাড়ী সবজির আড়তে কাজ করতো।

তিনি আরও জানান, গত ৫ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় যাত্রাবাড়ী মোড় এলাকায় গুলিবিদ্ধ হয় হাসান। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।