ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়ির পানি সরেছে, ডুবে আছে লংগদু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
বাঘাইছড়ির পানি সরেছে, ডুবে আছে লংগদু

রাঙামাটি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাচাংলং ও মাইনী নদীর পানি বেড়ে যাওয়ায় উপজেলা দুটির নিম্ন এলাকাগুলো প্লাবিত হয়েছিল। তবে শনিবার (১৪ আগস্ট) থেকে বাঘাইছড়ি নিম্ন এলাকাগুলো থেকে পানি সরে গেলেও লংগদুর নিম্ন এলাকাগুলো থেকে এখনও পানি সরে যায়নি।

বর্তমানে ওই এলাকায় পাঁচ শতাধিক মানুষ এখনও পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সড়কে পানি থাকায় লংগদুর সঙ্গে এখনও পুরোপুরি খাগড়াছড়ির যোগাযোগ ব্যবস্থা সচল হয়নি। বর্তমানে ওই এলাকায় সেনাবাহিনী ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে।

এদিকে বাঘাইছড়ি উপজেলায় পানি সরে যাওয়ায় ওই উপজেলার পর্যটন নগরী সাজেকের সঙ্গে  উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা সচল  হয়েছে। পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আটকা পড়া পড়া পর্যটকরা নিজেদের গন্তব্যে ছেড়ে গেছে।  

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রোববার (২৫ আগস্ট) সকাল থেকে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে দিয়ে ৬ ইঞ্চি করে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।  কাপ্তাই হ্রদের বৃদ্ধি পাওয়ায় পানি ২৪ আগস্ট রাঙামাটি সিম্বল খ্যাত ঝুলন্ত সেতুটি ৬ ইঞ্চি কাপ্তাই হ্রদের নিচে ডুবে যায়।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।