খুলনা: খুলনার পাইকগাছার পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।
রোববার (২৫ আগস্ট) দিনভর দুর্গত এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী ও মোমবাতি পৌঁছে দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক জহুরুল তানভীর, সাজ্জাদুল ইসলাম আজাদ, আজীম ইসলাম জিম, আয়মান আহাদ প্রমুখ।
সমন্বয়ক আয়মান আহাদ বাংলানিউজকে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো প্রায় সাড়ে ৭০০ প্যাকেট শুকনো খাবার ও মোমবাতিসহ অন্যান্য জিনিসপত্র দুর্গত এলাকার মানুষের হাতে তুলে দিয়েছি। আমরা এলাকা পর্যবেক্ষণ করে যেটা বুঝলাম, এখানে ত্রাণের চেয়ে উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ অতি জরুরি।
গত বৃহস্পতিবার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে গিয়ে ২২ নং পোল্ডারের ১৩ গ্রাম প্লাবিত হয়।
দেলুটির ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ চার দিনেও মেরামত করা যায়নি। ফলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে দুর্গত এলাকায়। সুপেয় পানির চরম সংকটসহ চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দি হাজার হাজার মানুষ। প্রয়োজনীয় আশ্রয়কেন্দ্র না থাকায় ওয়াপদার বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত অনেকে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এমআরএম/এমজেএফ