রাজশাহী: আনসার সদস্যদের চাকরি জাতীয়করণের দাবি জানানো হয়েছে। এক দফা এই দাবিতে রোববার (২৫ আগস্ট) রাজশাহীতে বিক্ষোভ করেছেন আনসার সদস্যরা।
এ সময় গ্রাম প্রতিরক্ষা ও আনসার বাহিনীর এত বছরের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরে আনসার সদস্য আবদুল হাকিম, আবদুল মজিদ, আবদুর রাকিব, আনিসুর রহমান, নূর ইসলামসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
রোববার (২৫ আগস্ট) সকালে প্রথমেই রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক আনসার সদস্য অংশ নেন। বিক্ষোভ মিছিলটি ওই সড়ক হয়ে সিঅ্যান্ডবি মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে জড়ো হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর সাহেববাজর জিরোপয়েন্টের দিকে যেতে চান। কিন্তু পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা তাদের সেখানে যেতে নিষেধ করেন।
তবে তাদের কোনো কথা না শুনে আনসার সদস্যরা সাহেববাজার জিরোপয়েন্টে মিছিল নিয়ে যান। সেখানেই সমাবেশ করেন।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এসএস/এএটি