ঢাকা: রাজধানীর সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে প্রায় ৩০ জন শিক্ষার্থীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
রোববার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ের সামনে আবদুল গণি রোডে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সচিবালার সামনে সংঘর্ষের ঘটনায় অনেকেই আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। এই পর্যন্ত আনুমানিক ৩০ জন আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। তবে আহত সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, ঘটনাস্থল থেকে একটি সূত্র জানায়, ছাত্র-জনতা সচিবালয়ের সামনে গিয়ে অবস্থানরত আনসার সদস্যদের বুঝানোর চেষ্টা করেন যে, আলোচনার সাপেক্ষে আপনাদের সব দাবি অন্তবর্তীকালীন সরকার মেনে নেওয়ার চেষ্টা করবে, আপনারা অবস্থান তুলে নেন। এ সময় আনসার সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাদের ইট-পাটকেল নিক্ষেপ করে ধাওয়া দেয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সচিবালার সামনে ছাত্র-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এ সময় আনসার সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে।
বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৫
এজেডএস/এসআরএস