মাগুরা: হাতের বক্সে লেখা বন্যাদুর্গতদের সাহায্যার্থে দান করুন, মুখে পুরোনো দিনের বাংলা গান, গিটার-খঞ্জনী বাজিয়ে মাগুরা শহরের বিপণি বিতানগুলোতে দানের অর্থ আদায় করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রোববার (২৫ আগস্ট) দুপুরের জেলা শহরের দুধমল্লিক বালিকা বিদ্যালয়ের প্রবেশ মুখে এক দল শিক্ষার্থীকে এমন ব্যতিক্রমী উদ্যোগে বন্যাকবলিত মানুষের জন্য অর্থ সংগ্রহ করতে দেখা যায়।
সেচ্ছাসেবী সংগঠনের কর্মী পুষ্প বলেন, বন্যায় দেশের বেশ কয়েকটি জেলায় ব্যাপকভাবে ক্ষতি হয়েছে। মানবেতর জীবনযাপন করছেন লাখ লাখ মানুষ। বসতবাড়ি ভেসে গেছে বানের জলে। অনেকেই নিরাপদ আশ্রয় খুঁজছেন। অনেকে হারিয়েছেন তার আপনজন। বুক সমান বন্যার পানি পাড়ি দিয়ে আশ্রয়কেন্দ্রে এসেছেন লাখো মানুষ। তাদের খাবার-কাপড়, স্বাস্থ্যসেবা, শুকনো কাপড় প্রয়োজন। তাই আমরা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গান গেয়ে অর্থ তুলে বন্যার্তদের সাহায্যার্থে কাজ করছি।
মাগুরা ভ্রাম্যমাণ লাইব্রেরির সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? -ও বন্ধু। এই বিখ্যাত গানের লাইন থেকে বলতে হয়, অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে সমাজের সব শ্রেণিপেশার মানুষকে। সাম্প্রতিককালে আকস্মিক বন্যায় ১২টি জেলার ৮৬টি উপজেলা বন্যাকবলিত। তাদের সহযোগিতায় মাগুরায় শিক্ষার্থীরা লালন, হাসন রাজা, শা আব্দুল করিমের গান থেকে একাত্মা প্রকাশ করছেন। আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই।
বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এসআরএস