ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রাকচাপায় বাইকার নিহত, মহাসড়কে যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
টাঙ্গাইলে ট্রাকচাপায় বাইকার নিহত, মহাসড়কে যানজট

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় সাজেদুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেলআরোহী (বাইকার) নিহত হয়েছেন।  

সোমবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকার ১৮ নম্বর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে।

নিহত ওই ব্যক্তি পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর এলাকার আতাতুল্লাহ ফকিরের ছেলে। তিনি গাজীপুরের ভাওয়াল গড়ে চাকরি করতেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, সাজেদুল সকালে মোটরসাইকেলে করে গাজীপুর থেকে ঈশ্বরদী যাচ্ছিলেন। পথে জোকারচর এলাকায় একটি বাস চাপা দিলে সাজেদুল মোটরসাইকেলসহ ব্রিজের ওপর পড়ে যান। পরে পেছনে থাকা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় নিয়ে রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাস ও ট্রাকটিকে জব্দ করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।