ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি তাকে এ নিয়োগ দিয়েছেন বলে মঙ্গলবার (২৭ আগস্ট) আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা, ২০০৭’ এর বিধি ৩(২)(ক) মোতাবেক রাষ্ট্রপতি চেয়ারম্যান হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
বিচারপতি এম ইনায়েতুর রহিম জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র বিক্ষোভের মুখে আপিল বিভাগ থেকে পদত্যাগ করেন তিনি। ফলে জুডিশিয়াল সার্ভিসের চেয়ারম্যান পদও শূন্য হয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এমআইএইচ/এমজেএফ