ফেনী: ফেনী জেলার ছাগলনাইয়াতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার (২৭ আগস্ট) পরিদর্শনকালে তিনি ফেনী জেলার ছাগলনাইয়া এবং তৎসংলগ্ন এলাকায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
![](http://bnpub.banglanews24.com/public/userfiles/images/job33/h1.jpg)
এ সময় তিনি উদ্ধার ও ত্রাণ বিতরণের কাজে নিয়োজিত সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা।
প্রসঙ্গত, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
এসএইচডি/আরআইএস