ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা পুলিশের একটি টিম হাজি সেলিমকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসকরা তার শারীরিক কন্ডিশন অবজারভ করে হাসপাতালে তাকে ভর্তি দেওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন, সূত্রটি জানায়, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এখন মোটামুটি ভালো আছে।
বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৪
এজেডএস/এসএম