ঢাকা: পুলিশের ইমেজ (ভাবমূর্তি) বাড়াতে সময় দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে, আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে।
তিনি আরও বলেন, আমি তো একদিনে কিছু পারব না। সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটার ব্যবস্থা নিচ্ছি।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৪
জিসিজি/এমজেএফ