নারায়ণগঞ্জ: ফতুল্লা উপজেলার ধর্মগঞ্জ এলাকার ডকইয়ার্ড থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহীদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে ধর্মগঞ্জ এলাকার তাপস সাহেবের ডকের সামনে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে।
এসআই শহীদ বলেন, আমরা ঘটনাস্থলে আছি৷ এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
এমআরপি/এমজে