ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আমতলীর ২ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
আমতলীর ২ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

বরগুনা: আমতলী উপজেলার দুটি ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত, আরপাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর তারিকাটা গ্রামকে স্মার্ট পরিবেশ বান্ধব গ্রাম এবং ওই এলাকার তিনটি স্কুলকে সমন্বনিত সবুজ বিদ্যালয় ঘোষণা করা হয়েছে।  

এনএসএস ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বাল্যবিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

আমতলী উপজেলার আমতলী সদর ও আরপাঙ্গাশিয়া ইউনিয়কে বাল্যবিয়ে মুক্ত, ওই ইউনিয়নের উত্তর তারিকাটা গ্রামকে পরিবেশ বান্ধব স্মার্ট গ্রাম এবং ওই এলাকার পশ্চিম নাচনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদরাসা ও আরপাঙ্গাশিয়া সরকারি প্রাথমিকসহ দুটি স্কুল ও একটি মাদরাসাকে সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা করার জন্য মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়।  

সভায় সভাপতিত্ব করেন আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা।  

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আমতলী ইউএনও মুহাম্মদ আশরাফুল আলম।  

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা মো. ইছা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলি আহাদ, সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার সুরভী বিশ্বাস ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ।

 এর আগে ইউএনও উপজেলা পরিষদের চত্বরে পায়রা উড়িয়ে আমতলী সদর ও আরপাঙ্গাশিয়া ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত এবং আরপাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর তারিকাটা গ্রামকে স্মার্ট পরিবেশ বান্ধব গ্রাম, ওই এলাকার দুই স্কুল ও একটি মাদরাসাকে সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা করেন।  

এর আগে, সোমবার (সেপ্টেম্বর) সকালে ইউএনও উত্তর তারিকাটা গ্রাম পরিদর্শন করে পরিবার ভিত্তিক বিশুদ্ধ পানি সরবরাহ (মিনি পাইপের মাধ্যমে),  নারীদের পুষ্টি বাজার, বায়ো গ্যাস প্লান্ট, পরিবার ভিত্তিক স্বাস্থ্য সম্মত টয়লেট প্রদান ও সবুজ বিদ্যালয়ের কার্যক্রম ও শিশু পার্ক পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।