ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
হাতীবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল শিশুর ফাইল ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় বজ্রপাতে আনিচা (৬)  নামে এক  মৃত্যু হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিন্দুনা গ্রামে নিজ বাড়িতে এ  দুর্ঘটনা ঘটে।

আনিচা একই গ্রামের মনোয়ারুল ইসলামের মেয়ে। সে স্থানীয় বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল ও সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুল ইসলামের ভাগ্নি।  

সিন্দুর্না ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিকেলে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ির পাশে উঠানে গোসল করছিল আনিচা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।