ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জীবননগরে সড়কে গাছ ফেলে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
জীবননগরে সড়কে গাছ ফেলে ডাকাতি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে গাছ ফেলে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাত সদস্যরা ট্রাকচালক ও তার সহযোগীকে (হেলপার) মারধর করে নগদ টাকা লুট করে নেন।

 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।

মারধরে ট্রাকচালক আব্দুল ওয়াহেদ ও তার সহযোগী রাজু শেখ মারাত্মকভাবে আহত হন। এ সময় তাদের কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা লুট করে নেন ডাকাত সদস্যরা।

চালক ওয়াহেদ জানান, তিনি ও তার সহযোগী রাজু শেখ হরিণাকুণ্ডু থেকে জীবননগরে ফিরছিলেন। আন্দুলবাড়িয়া পোল ফ্যাক্টরি পার হয়ে সন্তোষপুর দিকে এলে হঠাৎ ১২ থেকে ১৪ জন সড়কে গাছ ফেলে তাদের ট্রাকের গতিরোধ করেন।  

মুখোশধারী ডাকাতদলের সদস্যরা হাতে বড় দা নিয়ে তাদের ওপর আক্রমণ করে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন।

তিনি আরও জানান, তাদের টাকা ছিনিয়ে নেওয়ার পর বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। তারা আরও একটি ট্রলি এবং কয়েকটি গাড়ির গতিরোধ করতে দেখেন।

এ নিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোনকল রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।