কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে ৫৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রকে 'প্রকল্প বিলাস' বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি আরো বলেন, এ প্রকল্প থেকে সাধারণ মানুষ খুব বেশি উপকৃত হচ্ছে না।
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের পর শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউসে এক প্রেসব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এসময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো: হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো: নুরুল আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪,২০২৪
এসবি/এমএম