ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বালুর ট্রাকে মিলল ২ কোটি টাকার ভারতীয় কাপড় 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
সিলেটে বালুর ট্রাকে মিলল ২ কোটি টাকার ভারতীয় কাপড় 

সিলেট: সিলেটে বালুর ট্রাকে মিললো শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়।  

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।

 

সূত্র জানায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়ন সিলেটের জকিগঞ্জ সুরাইঘাট বিওপির জওয়ানরা কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালায়। ওই সময় বালুভর্তি একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ধুতি ও থান কাপড় জব্দ করে বিজিবি।  

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ট্রাকটি তল্লাশি করে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো বিপুল ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধুতি কাপড়, থান কাপড় এবং বিবিধ মালামাল উদ্ধার করা হয়। জব্দ হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। জব্দ হওয়া মালামাল তামাবিল শুল্ক অফিসে জমা দেওয়ার কাজ চলছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৪
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।