ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আলফাডাঙ্গায় বখাটেদের গুলির ঘটনায় হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে পৃথক মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
আলফাডাঙ্গায় বখাটেদের গুলির ঘটনায় হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে পৃথক মামলা 

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় এক তরুণীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বখাটেদের গুলিতে দুই তরুণ হয়। এ ঘটনায় হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

আহত হাফিজুর রহমানের বাবা উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মফিদুল ইসলাম বাদী হয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) আলফাডাঙ্গা থানায় মামলা দুটি দায়ের করেন।

এ দুটি মামলায় সামিউল ইসলামসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, বুধবার হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে মামলা দুটি নথিভুক্ত করা হয়। এ মামলায় ঘটনাস্থল থেকে আটক হওয়া সামিউল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

ওসি বলেন, এ মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।


প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে এক তরুণ তার বান্ধবীকে নিয়ে উপজেলার কাতলাসুর গ্রামের স্বপ্ননগরে ঘুরতে যান। এসময় ওই এলাকায় থাকা ছয়/সাতজন বখাটে ঘুরতে যাওয়া তরুণীকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে ওই বখাটেদের সঙ্গে কথা-কাটাকাটি হয় ঘুরতে যাওয়া ওই তরুণীর বন্ধুর। পরে ওই তরুণীর বন্ধু তার পরিচিত কয়েকজনকে ডেকে আনলে বখাটেরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ গুলিতে হাফিজুর রহমান (২৪) ও খাইরুল ইসলাম (২৩) গুলিবিদ্ধ হন। হাফিজুরের মাথার ডান পাশে ও খাইরুলের পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

** তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের গুলি, দুজন আহত

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।