ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৬ দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে সোনামসজিদ স্থলবন্দর  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
৬ দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে সোনামসজিদ স্থলবন্দর  

চাঁপাইনবাবগঞ্জ: অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি ছয় দিন বন্ধ থাকার পর চাল হচ্ছে শনিবার (২১ সেপ্টেম্বর)।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকাল থেকে এই স্থলবন্দরে আমদানি-রপ্তানির সব কার্যক্রম চালু হবে।

মামুনুর রশিদ জানান, আমাদের চার দফা দাবি নিয়ে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামার সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হয়েছে। পানামা কর্তৃপক্ষ আমাদের সঙ্গে সমন্বয় করেছেন। এতে আমরা খুশি। ফলে শনিবার থেকে আমদানি-রপ্তানি শুরু করবো।

সোনামসজিদ বন্দরের আমদানি কারক সাইফুল ইসলাম জানান, জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে তার সম্মেলন কক্ষে পানামার সঙ্গে বৈঠক হয়েছে। পানামা কর্তৃপক্ষ পাথরের ট্রাকে মাশুলের পরিমাণ কমিয়েছে। আগে একটি ৫৫ টন পাথরের ট্রাকে মাশুল দিতে হত প্রায় সাড়ে সাত হাজার টাকা। এখন তা নেমে আসবে প্রায় সাড়ে চার হাজার টাকায়।

সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। আমদানি-রপ্তানিকারকের সঙ্গে সমন্বয় হয়েছে। শনিবার থেকে স্থলবন্দরের সব কার্যক্রম শুরু হবে।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পানামা কর্তৃপক্ষ, কাস্টমস এবং আমদানি-রপ্তানিকারক গ্রুপের সঙ্গে পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।