ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

তিন ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, জানাজা শেষে পাশাপাশি দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
তিন ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, জানাজা শেষে পাশাপাশি দাফন

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে পৌর এলাকার মিঠাপুর দক্ষিণপাড়া এলাকায়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর এলাকার মিঠাপুর দারুস সুন্নাহ মাদরাসা প্রাঙ্গণে বাবা ও ছেলের জানাজা একসঙ্গে হয়েছে।

পরে মাদরাসার পাশে সামাজিক কবরস্থানে বাবা-ছেলেকে পাশাপাশি দাফন করা হয়। জানাজার শুরুতে বীর মুক্তিযোদ্ধা বাবাকে গার্ড অব অনার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের বড় ছেলে মোহাম্মদ শরিফুল ইসলাম ডিএমপিতে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। বৃদ্ধ নজরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েকদিন তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। পরে বাবার অসুস্থতার খবর পেয়ে পাঁচদিনের ছুটি নিয়ে বাড়িতে আসার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ছেলে শরিফুল ইসলামের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। এদিকে ছেলের মৃত্যুর খবর শুনে তিনঘণ্টা পরে অসুস্থ বাবা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নিজ বাড়িতে মারা যান। বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।