ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝোপঝাড়ে মিলল মরদেহ, পুলিশের দাবি হত্যাকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
ঝোপঝাড়ে মিলল মরদেহ, পুলিশের দাবি হত্যাকাণ্ড

ঢাকা: রাজধানীর খিলগাঁও তালতলা ঝিলপাড় এলাকার ঝোপঝাড় থেকে নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ আল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঝোপঝাড় থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। নুর ইসলামের শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে, যা হত্যাকাণ্ডের প্রমাণ বলে মনে হচ্ছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় প্রথমে নিশ্চিত করা সম্ভব হয়নি, তবে সিআইডির ক্রাইম সিন ইউনিটের আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। নুর ইসলাম ঢাকার কেরানীগঞ্জের আটি রায়েরচড় গ্রামের আব্দুল করিমের ছেলে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৭১1 ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।