খুলনা: খুলনার কয়রা উপজেলায় দক্ষিণ বেদকাশি এলাকায় শাকবাড়িয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার জব্দসহ কয়েকজন শ্রমিককে আটক করে কোস্টগার্ড।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কয়রা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।
এলাকাবাসী জানায়, কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং, গোলখালী, আংটিহারা নামক স্থানে নদীতে কোনো চর না থাকলেও ড্রেজার মেশিন বসিয়ে দেদারসে বালু উত্তোলন ও বিক্রয় করে আসছিলেন হারুণ নামে এক বালু ব্যবসায়ী। বাঁধের কাছ থেকে বালু খনন করার কারণে ঝুঁকির মধ্যে পড়েছে ওই এলাকার নদী রক্ষা বাঁধ।
দক্ষিণ বেদকাশি গ্রামের আমির হামজা বলেন, অবৈধ বালু তোলার পেছনে একটি শক্তিশালী চক্র রয়েছে। সরকার পতনের আগেও যেভাবে বালু উত্তোলন হতো, সরকার পতনের পরেও তারা রয়েছে বহাল তবিয়তে। সরকার পতনের পরে শুধু চক্রের সদস্য পরিবর্তন হয়েছে। ওই চক্রের মধ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তাসহ অনেকেই যুক্ত রয়েছে। অবৈধ বালু তোলার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কতিপয় ব্যক্তি আর ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালালেও অবৈধ এ কার্যক্রম বন্ধ হয় না। এ অবস্থায় নদী তীরের বেড়িবাঁধ ও আবাদি জমিগুলো ভাঙনের কবলে পড়ছে।
কয়রা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিএম মো. তারিক-উজ-জামান বলেন, কোস্টগার্ড অভিযান চালিয়ে ড্রেজারসহ কয়েকজন শ্রমিককে আটক করে। তাৎক্ষণিক ড্রেজার মালিকের কাছ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এমআরএম/আরবি