ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তিন কাউন্সিলরের জামিন: আদালতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
তিন কাউন্সিলরের জামিন: আদালতে বিক্ষোভ

কুষ্টিয়া:  কুষ্টিয়া পৌরসভার তিন কাউন্সিলরসহ তিনজনকে জামিন দেওয়ায় আদালত চত্বরে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।  

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এলোপাতাড়ি গুলি করে তামজিদ হোসেন জনি (২৬) নামে এক আন্দোলনকারীকে হত্যাচেষ্টার মামলায় রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তাদের জামিন মঞ্জুর করেন কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদা সুলাতানা।

এতে ক্ষিপ্ত হয়ে তাদের জামিন বাতিলের দাবিতে ও বিচারককে প্রত্যাহারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

জামিনপ্রাপ্ত কাউন্সিলররা হলেন- কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছ কোরাইশী।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে কুষ্টিয়ার অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদ জামিনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে কুষ্টিয়ায় আন্দোলনকারীদের হত্যা ও হত্যাচেষ্টার মামলার আসামিদের জামিন বাতিল করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
 
বৃস্পতিবার (১৯ সেপ্টেম্বর) কুমারখালী উপজেলার ঘোরাই গ্রামের লুৎফুর রহমানের ছেলে জিলহজ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার মামলাটি করেন। এ মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফসহ ৭৩ জনের নাম উল্লেখ করা হয়। গ্রেপ্তার হওয়া কাউন্সিলররা এ মামলার আসামি। মামলার দিন দুপুরে কুষ্টিয়া পৌরসভা থেকে তিন কাউন্সিলরকে গ্রেপ্তার করে র‌্যাব-১২।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।