ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
বাগেরহাটে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ভাড়া বাসা থেকে আনিকা (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন স্বামী তুফান শেখ।

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের মাদরাসা রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আনিকা খুলনার দৌলতপুরের দারোগার পুকুরপাড়ের পাবলা এলাকার আনিসুর রহমানের মেয়ে। আনিকা একই এলাকার কামাল শেখের ছেলে তুফান শেখের (৩০) স্ত্রী। তাদের সংসারে পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, আনিকা ও তুফান দীর্ঘ আট মাস ধরে মোংলা শহরের মাদরাসা এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয়রা সকালে দেখেন তাদের ঘরের দরজা বাইরে থেকে শিকল দিয়ে আটকানো। ডাকাডাকি করলে সাড়া না পেয়ে শিকল খুলে ভেতরে ঢুকলে দেখা যায় আনিকা খাটের ওপর মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।  

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে মরদেহের ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। তাকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এছাড়া নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে জানিয়েছে কয়েকদিন আগেও তুফান তার স্ত্রীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন। এ কারণে পরিবারের সদস্যদের অভিযোগ জামাতা তুফান তাদের মেয়েকে গলা টিপে হত্যা করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।