ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতে পাচারকালে ১০৫০ কেজি ইলিশ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
ভারতে পাচারকালে ১০৫০ কেজি ইলিশ জব্দ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক হাজার ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনী।  

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা গ্রাম থেকে একটি পিকআপসহ এই মাছ জব্দ করা হয়।

এসময় সারোয়ার আলম (২৭) নামে একজনকে আটক করে সেনাবাহিনী।  

সারোয়ার আলম আদ্রা গ্রামের শহীদ ভুঁইয়া ছেলে।

জানা যায়, সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা গ্রামের ভেতর দিয়ে একটি পিকআপভ্যানে করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।  

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনী ১২ বীর এর ক্যাপ্টেন সানিউল আলম। তিনি জানান, ইলিশ মাছ পাচারের উদ্দেশ্যে পিকআপভ্যানে করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে লোডকৃত পিকআপটি জব্দ করা হয়। পরে পাচারকারীকে খোঁজে বের করে আটক করা হয়।

কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, অভিযান চালিয়ে এক হাজার ৫০ কেজি ইলিশ মাছ, একটি পিকআপভ্যান জব্দ ও একজনকে আটক করেছে। এ বিষয়ে কসবা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।