ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিয়ানমারের লালচরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
মিয়ানমারের লালচরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে সীমান্ত সংলগ্ন নাফ নদীর ওপারে গিয়ে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার নাফ নদীর হোয়াইক্যং পয়েন্ট সংলগ্ন সীমান্তের ওপারে লালচর এলাকায় এ ঘটনা ঘটে।

হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী এ খবর নিশ্চিত করেছেন। আহত ওমর ফারুক (১৮) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার মোহাম্মদ ইলিয়াছের ছেলে।

আহতের স্বজন ও স্থানীয়দের বরাতে নুর আহমদ আনোয়ারী বলেন, মঙ্গলবার সকালে টেকনাফে নাফ নদীর হোয়াইক্যং পয়েন্ট সীমান্ত দিয়ে ওমর ফারুকসহ স্থানীয় দুই যুবক মিয়ানমারের লালচর এলাকায় আনারগুলা নামের এক ধরনের ফল আনতে যায়।

এ সময় সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওমর ফারুক গুরুতর আহত হন। মাইন বিস্ফোরণে ওমর ফারুকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বাম পায়েও আঘাতপ্রাপ্ত হয়েছেন।

ইউপি চেয়ারম্যান আরও জানান, আহত অবস্থায় ওমর ফারুককে তার সঙ্গে থাকা অপর বাংলাদেশি যুবক উদ্ধার করে হোয়াইক্যং এলাকায় নিয়ে আসেন। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করেছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি খবরটি শুনেছেন। আহত যুবক উখিয়ার কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।