ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৬ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৬ সন্ত্রাসী আটক

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্রসহ ছয় সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার কাসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা ব্যক্তিরা হলেন- সিরাজ উদ্দিন মণ্ডল (৬০), উজ্জ্বল আলী মণ্ডল (৩৬), ইয়ারুল ইসলাম (৫৩), শামীম শেখ (২৫), নজরুল (৩৫) ও তোহিদুল (২৬)।  

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টার দিকে পাংশা আর্মি ক্যাম্প ও পাংশা মডেল থানার একটি আভিযানিক দল সুবর্ণখোলা এলাকায় অভিযান চালায়। এসময় একটি রাইফেল, একটি লম্বা নলের পিস্তল, তিনটি রামদা ও একটি কুড়ালসহ ছয়জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ছয়জনের নামে চাঁদাবাজি, লুটপাট, হামলা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তাদের নামে থানায় অস্ত্র আইনে মামলা করা হচ্ছে। মামলা করার পর তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।